জিএসএন ডেক্স : শনিবার আশকোনা হজক্যাম্পে শুক্রবারের মতোই ভিড় ছিল। হজ অফিস সূত্রে জানা যায়, আজ বিমান ও সৌদি এয়ারলাইন্স যথাক্রমে সাতটি ও নয়টি করে মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালনা করবে।
ফ্লাইটগুলোতে ছয় হাজার ৮৬৭ জন হজযাত্রী আজ বিদায় নেবেন। এর মধ্যে বিমানের বিজি-৩৩০৫ ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে ৪১৯ জন এবং বিজি-৩০০৭ ফ্লাইট বেলা সোয়া ২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছেড়ে যান।
এছাড়া বিকেল সোয়া ৬টায় বিজি-৩১০৭ ফ্লাইটে ৪১৯ জন, সন্ধ্যা সোয়া ৭টায় বিজি-৩০০৫ ফ্লাইটে ৪১৯, রাত সোয়া ৮টায় বিজি-০০৩৫ ফ্লাইটে ১০০, রাত ১১টা ৫০ মিনিটে বিজি-৩১০৫ ফ্লাইট ৪১৯ এবং রাত ১২টা ১৬ মিনিটে বিজি-৩১০৫ ফ্লাইটে ৪১৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।
আজ বিমানের সাতটি ফ্লাইটে দুই হাজার ৬১২ জন হজযাত্রী সৌদি যাবেন। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট পরিবহন করবে তিন হাজার ২৫৫ জন হজযাত্রী।
উল্লেখ্য, এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন সাত হাজার ১৯৮ জন। এ বছর হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।