
সংগৃহীত
স্টাফ রিপোর্ট:- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ হাইওয়ে সড়কের ঝালুয়া বাজার এলাকায় গত ১৮ই জানুয়ারী ২০১৯ সড়ক দূঘর্টনায় কথিত পাগলী অজ্ঞাত মহিলা (৩২) সড়ক দূঘর্টনায় মারা যায়। নান্দাইল মডেল থানার মামলা নং ২৪(১) ২০১৯ তারিখ- ১৮/০১/২০১৯ইং। দীর্ঘ ৬মাস পরেও নিহত এই মহিলার পরিচয় জানা যায়নি। নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, যদি কেহ উক্ত মহিলার নাম, পরিচয়, ঠিকানা জানা থাকলে হাইওয়ে থানার মোবাইল নং- 01733-231911 এই নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন।