ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের শেখ চাঁনের পুত্র কথিত মাদক ব্যবসায়ী নাজমুল মিয়া (৩০)কে বৃহস্পতিবার (৪ঠা জুলাই ২০১৯) নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আচারগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে থানায় নিয়ে আসে। জানাযায়, উক্ত নাজমুলের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় দুইটি এফআইআর মামলা এবং মাদক ব্যবসায়ী নিয়ে একটি জিডি রয়েছে। নাজমুল গং এলাকার মাদক, ইয়াবা ও গাজাঁর একজন বড় ব্যবসায়ী। তার মাধ্যমে এলাকায় মাদক সরবরাহের ফলে এলাকার যুব সম্প্রদায় দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। এছাড়া এলাকায় তার বাহিনী সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও চাদাঁবাজির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এফআইআর ভূক্ত দুইটি মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে। ওসি জানান গ্রেফতারের সময় তার নিকট মাদক পাওয়া যায়নি।