শাহজাহান ফকির: ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভা মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া, নান্দাইলে মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসেম, স্বাস্থ্য সেবা কমিটির সদস্য এনামুল হক বাবুল, আালম ফরাজী, নান্দাইল ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা কমিটির সভায় আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন নান্দাইলবাসীর জন্য স্বাস্থ্য সেবার মান উন্নয়নে শীঘ্রই অত্র হাসপাতালের ৯২টি শূণ্য পদ পূরণে সার্বিক সহযোগীতা করবেন বলে মত প্রকাশ করেন এবং উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাতে জনগণ যথাযথ সময়ে সেবা পায় সেই লক্ষ্যে নজরদারী রাখার জন্য উপজেলা স্বাস্থ্য সেবা কর্মকর্তা ডাক্তার কাজী এনামুল হক’কে আহ্বান করেন। সভায় নান্দাইল হাসপাতালের প্রতিবন্ধী টয়লেট নির্মাণের জন্য বরাদ্দকৃত ৮০ হাজার টাকা ফেরত যাওয়ার ঘটনায় সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। কার গাফিলতিতে টাকা ফেরত গেছে তা তদন্ত করে আগামী সভায় একটি রিপোর্ট পেশ করার জন্য পৌর কমিশনার ও সেবা কমিটির সদস্য রেজাউল করিম ভূইয়া রিপনকে আহ্বায়ক, এনামুল হক বাবুল ও আলম ফরাজীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
Leave a Reply