ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ ব্যবসায়ী চক্র অতিরিক্ত মুনাফা লাভের আশায় ভেজাল পন্যর মহোৎসবের মেতে উঠেছে। নকল পন্যের পাশাপাশি মসলা বাজারে বেশী পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ইটের গুড়া মিশিয়ে চকচকা বানিয়ে বিভিন্ন মসলাতে মিশ্রন ঘটিয়ে দোকানিরা বিক্রি করছে। যা ইতি মধ্যে বিভিন্ন গনমাধমে প্রকাশিত হয়েছে। নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় অসংখ্য ছোট বড় হাট বাজার রয়েছে। আসন্ন কুরবানী ঈদকে কেন্দ্র করে বিভিন্নস্তরের লোকজন ঈদের আনন্দ উপভোগ করতে বিভিন্ন প্রকার মসলা ক্রয় করছে। কিন্ত সম্প্রতি গনমাধ্যমে মসলার উপর সংবাদ প্রকাশিত হওয়ায় সর্বস্তরের উদ্বেগের কারণ দাড়িয়েছে। এতে ক্রেতারা মসলা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় নিয়ে হিমশিম খাচ্ছে।এ সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা লুফে নিচ্ছে অতিরিক্ত টাকা। তাই ভেজাল পন্য রোধে প্রতিটি ইউনিয়নে বড় বড় হাট বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা একান্ত হয়ে পড়ছে।
সাংবাদিক, কলামিষ্ট ও নির্বাহী সম্পাদক : প্রভাষক মাহবুবুর রহমান বাবুল
Leave a Reply