অভিনন্দন বার্তায় বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দুয়া বাজার কমিটির আয়োজনে বাহার সুপার মার্কেটে এক নির্বাচনী সভায় বেসরকারি ব্যাংক স্থাপনের জন্য অসীম উকিলের নিকট দাবী তুলে ধরা হয়েছিল। মোঃ এনামুল হক ভূঞা বলেন, ওই নির্বাচনী সভায় বসেই অসীম কুমার উকিল মোবাইল ফোনে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে ব্যাংক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা এম.পি অসীম কুমার উকিলের প্রতি চির কৃতজ্ঞ। অর্থ সম্পাদক সৈয়দ আবু রাগেব সাজেদ বলেন, কথা দিয়ে কথা রাখলেন সৎ ও ন্যায় নীতি পরায়ন এম.পি অসীম কুমার উকিল। তার হস্তক্ষেপে ইতিমধ্যে কেন্দুয়ায় ২টি বেসরকারি প্রাইভেট ব্যাংক চালু হওয়ায় এখানকার ব্যাবসা বানিজ্যের লেনদেনের অনেক সুবিধা হয়েছে। তিনি মোবাইল ফোনে এম.পি অসীম কুমার উকিলকে ব্যাংক স্থাপনের বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিনন্দন জানালে অসীম কুমার উকিল তার উত্তরে বলেন, সকলে মিলে উন্নয়ন কাজে সহযোগিতা করুন। আমি কেন্দুয়া সহ আমার নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন করে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। এজন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply