1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

নান্দাইলে এইচ এস সি পরীক্ষায় ৬ কলেজে ৭১০জন পাস, ১২১৩ ফেল

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ২২৪ Time View
অনলাইন

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ১৭ই জুলাই ২০১৯ প্রকাশিত এইচ এস সি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ৬টি কলেজ থেকে বিভিন্ন বিভাগে ৭১০জন ছাত্র/ছাত্রী পাস ও ১২১৩জন ফেল করেছে। সমগ্র নান্দাইলে মুশুলী স্কুল এন্ড কলেজ থেকে ১জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। বিস্তারিত ফলাফল নিম্ম রুপ : ১। শহীদ স্মৃতি সরকারী কলেজ মানবিক, বিজ্ঞান ও ব্যবসা মোট পরীক্ষার্থী ৭৬৩জন। পাস- ২০৮জন, ফেল ৫৫৫জন, ২। সমূত্ত জাহান মহিলা কলেজ মোট পরীক্ষার্থী ৫০৮জন। পাস ২৬৪জন, ফেল ২৪৪জন, ৩। খুররম খান চৌধুরী কলেজ মোট পরীক্ষার্থী ২৫৩জন। পাস ৬৫জন, ফেল ১৮৮জন, ৪। আনোয়ার হোসেন খান চৌধুরী মহিলা কলেজ মোট পরীক্ষার্থী ৫২জন। পাস ১০জন, ফেল ৪২জন, ৫। মুশুলী স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ২৮৮জন। পাস ১৪৩জন, ফেল ১৪৫জন, ৬। এডভোকেট আব্দুল হাই কলেজ মোট পরীক্ষার্থী ৫৯জন। পাস ২০জন, ফেল ৩৯জন। এতে করে ১৯২৩জন ছাত্র/ছাত্রীর মাঝে ৭১০জন পাস এবং ১২১৩জন ফেল করেছে। ফলাফল বিশ্লেষনে শিক্ষা বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিরা তীব্র অসন্তেুাষ প্রকাশ করেছেন এবং উল্লেখিত ৬টি কলেজের শিক্ষার মান উন্নয়নে জরুরীভাবে কর্ম পরিকল্পনা প্রনয়ন করে এগিয়ে যাবার আহবান জানিয়েছেন। সংশ্লিষ্টরা কলেজে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান বৃদ্ধি সহ শিক্ষকদের সময় মত কলেজে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার জন্য কলেজের গভনিং বডি ও প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews