1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নান্দাইল আসনে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল মানিকগঞ্জ ২ আসন থেকে টানা তৃতীয় বারের মতো মনোনয়ন পত্র জমা দিলেন মমতাজ বেগম ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় ২ পথচারী নিহত নান্দাইলে ধানবীজ বিতরণে অনিয়ম, মেম্বার একাই করলেন বিশজন কৃষকের স্বাক্ষর ইসি বিধিভঙ্গের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সাকিবকে শোকজ তালিকায় আসেনি অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নাম, উফশী প্রনোদনার বীজধান ও সার প্রকাশ্যে বিক্রি করছেন নামধারী কৃষকরা বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ রাষ্ট্রদূত নান্দাইলে ছিনতাইয়ের কবলে পড়ে অটোরিকসা হারালেন চালক হৃদয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কি আওয়ামী লীগে কোন্দল বাড়াবেন? মদনপুর শাহ সুলতানের মাজারে গভীর শ্রদ্ধা জানিয়ে অসীম উকিলের নির্বাচনী প্রচারণা শুরু

তিতাস ক্ষমা করে দিও

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ১৬২ Time View

 

 

মাহবুবুর রহমান বাবুল :  সম্প্রতি মাদারীপুর কাঠাল বাড়ীয়া ফেরি ঘাটে তিন ঘন্টা অপেক্ষার পর এম্বুলেন্সে মস্তিস্কে রক্তক্ষরণে মারা যায় ৬ ষ্ট মেধাবী ছাত্র তিতাস ঘোষ (১২)। একজন অতিরিক্ত সচিব মহোদয় আসবেন সেই জন্য মৃত্যু পথযাত্রীকে উপেক্ষা করে জেলা প্রশাসকের ফোনে আদিষ্ট হয়ে তিন ঘন্টা বিলম্ব করে ফেরি ছাড়েন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ। যে দেশে রাস্ট্র প্রধান ও সরকার প্রধান একমাত্র ভি আই পি আর বাকী সব রাষ্ট্রের চাকর, যা উচ্চ আদালত স্বীকৃত। আর। সেই দেশে উনাদের মত স্বজ্জনের হাতে সাধারণ জীবন বিপন্ন হতে পারেনা। কিন্ত আজ তাই হচ্ছে। বিলাসী এ দেশে একজন শিক্ষা নবীশ ক্যাডার যিনি সহকারী কমিশনার ভুমি সম্প্রতি হবিগঞ্জে ট্রেনে যাওয়ার প্রক্কালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ম্যাডিকেল কলেজ হাসপাতালের সন্মানীত ডাক্তার চলন্ত ট্রেনে এসি ল্যান্ডের প্রকাশ্য ধুমপানকে নিষেধ করলে সেই স্বজ্জন ডাক্তার সেই ক্যাডার এর হাতে গুরুতর ভাবে মানসিক আহত হন। পরবতী’তে কিশোরগঞ্জ মানব বন্দন স্মারকলিপি প্রদান করেন। অবস্থা বেগতিক দেখেই সেই গুণধর এসি ল্যান্ড স্বশরীরে এসে ক্ষমা চেয়ে পার পেয়ে যান। আজকে তিতাস ঘোষ আহত হয়ে বাচার জন্য দ্রুত ফেরি পারাপার করতে চেয়েছিলেন কিন্ত আমার এ সুন্দর জন্ম ভুমির অমিয় সেবকরা বাঁচতে দেইনি। আমরা ব্যাথ’ হয়েছি তার বেচে থাকার অধিকার নিশ্চিত করতে। আমরা আজ তার আত্নার কাছে তার বিবেকের কাছে তার স্বজনের কাছে হেরে গেলাম। হেরে গেলাম মানবের অমুল্য সম্পদ বড় আদালত বিবেকের কাছে। মান্যবর অতিরিক্ত সচিব দেশের সবচেয়ে বড় পেশাদার আমলা। যে আমলার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। দেশবাসী সান্তনা পেলে ও সেই তিতাসের পবিত্রাত্নাকে সান্ত্বনা দিতে চরমভাবে ব্যাথ’ হয়েছি। তোষামোদের চাদরে ঢেকে যাচ্ছে মানুষের মন বিবেক। শিক্ষায় আধুনিক হলেও মানবিকতা সেকেলেই। এতে কোন সন্দেহ নেই। উন্নত দেশ গুলোতে সময়ের মুল্য তাদের নিকট সবচেয়ে বেশি। ব্যক্তির মুল্য সবাই সমান। কিন্ত উপমহাদেশে একমাত্র আমার সোনার বাংলা যেখানে সময় নয় ব্যক্তির মুল্য পাহাড় সম। আজ সান্তনা সরূপ তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। একজন অধস্তন কম’কতা’ দ্ধারা একজন অতিরিক্ত সচিবের তদন্ত ভার কেমন হবে তা আজ প্রশ্নবিদ্ধ। স্বদেশ অপেক্ষমাণ তিতাসের মৃত্যুর তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট যথাসময় আলোর মুখ দেখবে তবেই তিতাসের কাছে কিছুটা হলেও ক্ষমা চাওয়ার সুযোগ ঘটবে। নইলে এ প্রজম্মের সকল তিতাসের কাছে জবাবদিহি করতে হবে এতে কোন সন্দেহ নেই।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews