ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ সাংবাদিক সমিতির শাখা সংগঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১২ই ডিসেম্বর/২১ইং বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত বাসাস হালুয়াঘাট উপজেলা শাখা কমিটির অনুমোদন পত্র হাতে পেয়েছে সাংবাদিকনেতৃবৃন্দ। বাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সুপারিশের প্রেক্ষিতে যাছাই-বাছাই শেষে অত্র কমিটি অনুমোদন প্রাপ্ত হয়।
এতে হালুয়াঘাট উপজেলায় কর্মরত দৈনিক ভোরের কাগজ ও জয়াযাত্রা টেলিভিশনের প্রতিনিধি মোঃ বাবুল হোসেনকে সভাপতি, দৈনিক সবুজের প্রতিনিধি জুলফিকার আলী জুলমত ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মুহাম্মদ মাসুদ রানাকে সহ-সভাপতি, দৈনিক আমাদের সময় ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি আব্দুল হক লিটনকে সাধারন সম্পাদক, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধিকে যুগ্ম সম্পাদক, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক আকাশকে কোষাধ্যক্ষ, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিককে সাংগঠনিক সম্পাদক, দৈনিক খবরপত্র আলিমুল ইসলাম শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি তরিকুল্লাহ আশরাফী ও দৈনিক দিগন্ত বাংলার প্রতিনিধি মো. শাহদত আলীকে সম্মানীত সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অুনমোদন প্রদান করা হয়। অত্র কমিটি আগামী ১২ ডিসেম্বর/২০২৪ইং পর্যন্ত ৩ বৎসর বলবৎ থাকিবে এবং সংগঠনের নেতৃবৃন্দ কার্যকরি পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।
Leave a Reply