ময়মনসিংহের নান্দাইলে উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ৫০ বছর পালন উপলক্ষ্যে দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়। সকল সরকারী বেসরকারী অফিস বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ, বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও জাতীয়ভাবে পরিচালিত শপথ গ্রহন করা হয়। চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর, অফিসার ইনচার্জ নান্দাইল মডেল থানা মোঃ মিজানুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির সহ প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরেরর নেতবৃন্দ যোগদান করেন। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের বিশেষ উপহার প্রদান সহ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অপরদিকে নান্দাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নান্দাইল প্রেসকাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পাঠাগার সমূহ পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে দিবস পালন করে।
Leave a Reply