আসন্ন ৫ই জানুয়ারী নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য গ্রাম পুলিশদেরকে আহব্বান জানিয়েছেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। বুধবার (২৯ ডিসেম্বর) নান্দাইল মডেল থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দের আয়োজনে গ্রাম পুলিশদের এক সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন ও ফলাফল ঘোষণার শেষ মুহুর্ত পর্যন্ত এলাকার সার্বিক তথ্য পুলিশ প্রশাসনকে জানাতে হবে।
এসময় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ ও নান্দাইল গ্রাম পুলিশ সমিতির উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান সকল গ্রাম পুলিশদের কিছু নির্দেশনা প্রদান করেন। এছাড়া ওয়ারেন্টের সকল আসামীদের গ্রেফতার অভিযান জোরদার করার জন্য নান্দাইল মডেল থানা পুলিশের প্রতি আহ্বান জানান।
Leave a Reply