ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “দূর্নীতি করবো না, দূর্নীতি সইবো না” এ স্লোগানকে সামনে রেখে সোমবার (৬ ফেব্রুয়ারি) দূর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আলহাজ্ব মোহাঃ আবুল হোসেন, সহকারী পরিচালক ইশতেহাদ আহমেদ, দূর্নীতি প্রতিরোধ কমিটি নান্দাইল শাখার সভাপতি এডভোকেট হাবিবুুর রহমান ফকির, সাধারন সম্পাদক মোহাম্মদ কামরুল হুদা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হারিছ উদ্দিন ভূইয়া, মো. শামসুল হক, সহকারী শিক্ষক মুজিবুর রহমান, হাবিবুল্লাহ সহ বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থী ও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সততার ন্যায়-নীতিই আগামীর উন্নয়নশীল বাংলাদেশ গড়বে। আর সে লক্ষ্যে সততার মূল ভিত্তি মজবুত করতে শিক্ষার্থীরাই একমাত্র অবলম্বন। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দুদক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর চালু করা হয়েছে।
Leave a Reply