ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের শনিবার (৭ই জানুয়ারি) বিকালে শাহেরা সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষন কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
এউপলক্ষে কফিল উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে ও চন্ডীপাশা ইউনিয়নের ইউপি সদস্য মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক জয়িতা পদকপ্রাপ্ত শাহেরা খাতুন, সিএনএন বাংলা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া ও মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম।
ঘোষপালা সরকার বাড়িতে স্থাপিত উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের সেলাই মেশিন ব্যবহার, হস্তশিল্প সহ অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষন প্রদান করা হবে। জয়িতা নারী শাহেরা খাতুন জানান, তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ করা সহ নারীদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করবেন। তিনি আরও জানান, প্রত্যক স্ত্রী যদি সংসারের তার স্বামীকে সহযোগিতা করেন সেই সংসার অবশ্যই সুন্দর হবে।
Leave a Reply