ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া গ্রামের নদীর পাড় এলাকার জহিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম শুভ (২৩) নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে সারে এগারোটার দিকে নিজ গৃহে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, শুভ তার স্ত্রীর সাথে অভিমান করে গত দুই দিন ধরে বাসায় ঠিকমত খাওয়া দাওয়া করছিল না। হঠাৎ করে কিসের জন্য নিজ ঘরে ফাঁসিতে ঝুঁলে আত্নহত্যা করেছে তা বলতে পারছি না। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আমাকে একজন জানিয়েছেন ছেলেটি স্টোক করে মারা গেছে।
রিপোর্ট- আবু হানিফ সরকার
Leave a Reply