ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের নীরিহ ব্যক্তি মৃত আবদুল মান্নান খানের পুত্র কচুম উদ্দিন ও মো. মিজান মিয়ার স্বত্ব দখলীয় ৫ শতক ভূমি একই গ্রামের বংশীয় লোক মৃত সাহাম উদ্দিনের পুত্র শহিদ মিয়া, আহাম উদ্দিনের পুত্র মো. রুহুল আমিন, সাহাম উদ্দিনের পুত্র মো. বাদল মিয়া, মৃত নিদু খার ২পুত্র খোকন, সুজন মিয়া, মৃত ইলিয়াছ উদ্দিনের পুত্র মনজু মিয়া ও সনদু মিয়া কর্তৃক জোরপূর্বক দখল করে নিয়ে যায়।
বর্তমানে উল্লেখিত ব্যক্তিরা আরও লোকজন সহ কচুম উদ্দিনের বাড়ির পিছনে জোরপূর্বক বেড়া তৈরি করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। বর্তমানে বিবাদীরা কচুম উদ্দিন, মিজান মিয়ার দখলীয় বাড়ি- ঘর ভেঙ্গে ফেলার হুমকী সহ প্রান নাশের হুমকী দিয়ে যাচ্ছে। বিবাদীরা কচুম উদ্দিনের ৩পুত্র ও ২ কন্যাকে বাড়িতে আসতে নিষেধ করেছে এবং কচুম উদ্দিনের পুত্র মাওলানা আমিরুল ইসলামকে প্রকাশ্যে দিবালোকে বাড়ির সামনে হামলা করে। এতে করে কচুম উদ্দিনের মেয়ে হাদিছা আক্তার আহত হয়।
শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া মিল্টন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফা দরবার করে জমি জমার বিষয়টি ফয়সালা করে দিলেও বিবাদী পক্ষ তা না মেনে এলাকায় সন্ত্রাসী কার্য্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় কচুম উদ্দিন, মিজান মিয়ার পক্ষে বাড়িতে বসবাস করা খুবই ঝুকিপূর্ন হয়ে পড়েছে। মো. কচুম উদ্দিন, মো. মিজান মিয়া এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা সহ তারা যেন তাদের পৈত্রিক ভিটিতে শান্তি পূর্নভাবে অবস্থান করতে পারে এর জন্য নান্দাইলের পুলিশ প্রশাসন সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply