1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নান্দাইল হাইওয়ে থানার ব্যাপক কর্মসূচী

  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২০৩ Time View
 ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ পালন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ।
“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২০ অক্টোবর) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খানের নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়। গাজীপুর রিজিয়নের নিদের্শনা মোতাবেক সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ‘নিরাপদ সড়ক’ বাস্তবায়নে যানবাহন চালক ও যাত্রীসাধারনের মাঝে লিফলেট বিতরণ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক আইন সহ নিরাপদ যানচলাচলে বহুবিধ তথ্য সম্বলিত প্রচার ব্যানার স্থাপন অব্যাহত রয়েছে।
এছাড়া যানবাহন চালকদের ডোপ টেস্ট নির্ণয় ও যানবাহন চালক সহ গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্রাদি তল্লাশী অভিযান পরিচালনা আরো কঠোর করা হয়েছে। পরে নান্দাইল চৌরাস্তায় মোটরযান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিক নেতা মনিরুল ইসলাম নাঈম সহ নান্দাইল হাইওয়ে থানার সঙ্গীয় ফোর্স ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান জানান, ২২শে অক্টোবর শুক্রবার থেকে সপ্তাহ ব্যাপী কঠোর অভিযান চলমান থাকবে। মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর লাইসেন্স সহ সবধরনের ট্রাফিক আইনকানুন মেনে চলার আহ্বান জানান।
Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews