জিএসএন ডেক্স: কিশোরগঞ্জের পাকুন্দীয়া উপজেলার মান্দারকান্ধী এলাকায় কটিয়াদী-ঢাকা আঞ্চলিক সড়কের পাথর ভর্তি ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরির পর নিহত স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। নিহতরা সকলেই কটিয়াদী ও পাকুন্দীয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, অটোরিকশাকে ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে আহতদের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে একজন এবং সেখান থেকে ঢাকায় নেয়ার পথে আরেকজন মারা যান।
এদিকে এ দুর্ঘটনার পর এলাকায় শোকের মাতাম চলছে।
Leave a Reply