ফরিদ মিয়া: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ০১নং ওয়ার্ডের কাটলিপাড়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা। কাটলিপাড়া গ্রামের জনবহুল রাস্তা ডিমের ঘাট নদীর পাড় হতে কাটলিপাড়া মাথার বাড়ি, কাটলিপাড়া খাল পাড় এবং কাটলিপাড়া দরবার শরিফ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে দৈনিক শত শত মানুষ খুব কষ্ট করে চলা ফেরা করে থাকে । পৌরসভার এই রাস্তাটি অনেক দিন যাবত ভাঙ্গা, রাস্তাটি দিয়ে চলাফেরা করতে কষ্ট হয় বিধায় কাটলিপাড়া গ্রামের জনগন নির্বাচিত প্রতিনিধির কাছে রাস্তাটি মেরামত করার কথা বলা সত্বেও প্রতিনিধিগন কিছুই করেনি। মানুষের দুঃখ কষ্ট দেখে কাটলিপাড়া গ্রামের কয়েক জন যুবক মিলে গত ৩১ ডিসেম্বর ২০১৭ দিকে রাস্তাটি মেরামত করে। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিনিধি রাস্তাটি মেরামত করবে তো দূরের কথা বরং একবার এসে কেউ দেখে নাই।। পৌরসভার ১ নং ওয়ার্ডবাসীর প্রাণের দাবি রাস্তাটি দ্রুত মেরামত করা হোক।
Leave a Reply