মোঃ আবু হানিফ সরকা :”সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে”প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ ১২ ডিসেম্বর নান্দাইলে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে । আজ সকাল দশটায় উপজেলা চত্বর থেকে বর্ণাট্য র্যালী বের হয়ে,র্যালীটি নান্দাইল পৌর সদরের বিভিন্ন সরক ঘুরে আবারও উপজেলা পরিষদের সামনে শেষ হয়। এরপর উপজেলা হল রুমে এই বিষয়ে একটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার। এসময় নান্দাইল উপজেলার আই সিটি অফিসার রাকিবুল হাসান প্রজেক্টেরের মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন ক্ষতিকর দিক তোলে ধরেন।বক্তব্য রাখেন শিক্ষক রমিজ উদ্দীন,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ,নান্দাইল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা জাহাঙ্গীর আলম । উপস্থিত ছিলেন সাংবাদিক আলম ফরাজি ও মোঃ আবু হানিফ সরকার।
Leave a Reply