ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নান্দাইল উপজেলা শাখার উদ্দ্যোগে উপজেলা পরিষদের সামনে রাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষাক্রম ২০২৩ সংস্কার বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন নান্দাইল শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিফ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতী আবুল হাসিম, মাওলানা আবদুল আহাদ, মাওলানা দ্বীন ইসলাম, বোরহান উদ্দিন, আঃ হান্নান প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর দাবী সম্ভলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply