জানাযায়, তিনি নান্দাইল বাজারের অধ্যাপক মিহির লাল সাহার বাসার পূজা ম-প, জাগরণী সংঘের পূজা ম-প, এসো পূজা করি সংঘের পূজা ম-প ও থানা সংলগ্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজারীদের সাথে কুশল বিনিময় করে বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে বিভিন্ন ধর্মের মতাবলম্বীরা নির্বিঘ্নে সকল প্রকার ধর্মাচরণ করবে। কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে দেয়া হবে না।’ এসময় পুলিশ সুপারের সাথে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নান্দাইল উপজেলা শাখার সম্পাদক অধ্যাপক জ্যোতীষ চন্দ্র সাহা, সমাজকর্মী স্বপন কুমার সাহা, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার সাহা, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, এবি সিদ্দিক খসরু, জালাল উদ্দিন ম-ল, শামছ-ই- তাবরীজ রায়হান, শামসুজ্জামান বাবুল, আবু হানিফ সরকার, রুহুল আমিন, ব্যাবসায়ী নেতা বিনয় সাহা বাচ্চু-সহ নান্দাইলের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের তোড়া ও উপহার প্রদান করেন। তিনি নারীদের আয়োজিত পূজা দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply