আবু হানিফ সরকার : ময়মনসিংহের নান্দাইলে শনিবার দুপুরে পানিতে ডুবে মোহাব্বি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নান্দাইল উপজেলার পৌর এলাকার চারিআনি পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে ও চারিআনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জালাল উদ্দিন জানায় নুরুউদ্দিনের ফিসারিতে মাছ ধরতে গিয়ে সে তলিয়ে যায়। অনেক খোঁজা খোঁজির পর তাকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ৫ নং ওয়ার্ড পৌর কমিশনার রেজাউল করিম রিপন বলেন ছেলেটি পানিতে পড়ে মারা গেছে বলে নিশ্চিত করেছেন।
Leave a Reply