ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু : ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামে প্রকাশ্যে দিনের বেলায় আব্দুল হেকিমের গরুর বাছুর ধানের বীজতলায় নষ্ট করায় হেকিমের ভাই আব্দুল হেলিমকে কুপিয়ে হত্যা মামলায় নান্দাইল মডেল থানা পুলিশ বুধবার ১০ জনের নামে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দায়ের করেন। চার্জশীটভূক্ত আসামীরা হচ্ছে কান্দিউড়া গ্রামের মো. হাফিজ উদ্দিন, খোকন মিয়া, হাদিস মিয়া, মুজিবুর রহমান, স্বপন, মো. রামিম হাসান, রফিক মিয়া, শফিক মিয়া, আব্দুস সালাম ও লাল মিয়া। উল্লেখ্য বিগত ১৫ই জুলাই ২০১৮ সনে কান্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট আব্দুল হেলিমকে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন মামলাটি তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবু তালেব ভুইয়া বিজ্ঞ আদালতে সকল আসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করেছেন। মামলার বাদী মো. আব্দুল হেকিম নান্দাইল মডেল থানায় পর পর দুইটি সাধারন ডায়েরী করে অভিযোগ করেছেন, চার্জশীটভ্ক্তূ আসামীরা জামিনে এসে মামলার বাদী ও স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি সহ বিজ্ঞ আদালত মামলাটি উঠিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছেন। বাদী আরও জানান, উক্ত আসামীরা যে কোন সময় আবারো খুন খারাপি করতে পারে বলে তিনি আশংকা করছেন। নান্দাইল মডেল থানায় জিডি হওয়ার বিষয়টি উপ-পরিদর্শক আবু তালেব ভূইয়া নিশ্চিত করে জানান, হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply