শাহজাহান ফকির: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন ও ৬নং রাজগাতী ইউনিয়নে অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন পৃথক পৃথকভাবে উক্ত দুইটি ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাযায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অসহায় দুস্থ নারী-পুরুষের জন্য মাননীয় প্রধাননন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা উপহার জনপ্রতি ১৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ করেছেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গাংগাইল ইউনিয়নে ৬ হাজার ২৫৬টি কার্ডধারীর মাঝে ৯৩.৮৪০ মেট্টিক টন এবং রাজগাতী ইউনিয়নের ৫ হাজার ১১২টি কার্ডধারীর মাঝে ৭৬.৬৮০ মেট্টিক টন ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভিজিএফ চাল বিতরণ উদ্বোধনের সময় গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, রাজগাতী ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন আহম্মেদ, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম গোলাপ, ট্যাগ অফিসার ও একটি বাড়ী একটি খামার কর্মকর্তা মো. শাহজাহান সহ ইউপি সদস্যবৃন্দ, চৌকিদার ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের ৫৫% ইউনিয়ন পরিষদ ও ৪৫% কার্ডের নামের তালিকা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রস্তুত করেছেন।
Leave a Reply