স্টাফ রিপোর্ট- “কিশোরগঞ্জ -ময়মনসিংহ মহাসড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা প্রসঙ্গে।” কিশোরগঞ্জ হইতে ময়মনসিংহ বিভাগীয় শহরের দূরত্ব ৬৪ কিলোমিটার। উক্ত রাস্তাটি বর্তমানে মহাসড়কে উন্নীত হয়েছে। কিন্ত উন্নত মানের কোন বাস সার্ভিস নাই। দিনের বেলায় প্রায় এক ঘন্টা বিরতি দিয়ে মাত্র কয়েকটি বাস রয়েছে।। উক্ত মহাসড়কের পাশে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরিপুর উপজেলা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সরকারি, বেসরকারি চাকুরীজীবী গণ ময়মনসিংহে কিংবা কিশোরগঞ্জ থেকে এসে অফিস করে থাকেন। এছাড়াও কেন্দুয়া, তাড়াইল, ভৈরব সহ বেশ কয়েকটি উপজেলা এবং রাতে সিলেট চিটাগাং সহ বেশ কয়েকটি জেলার যোগাযোগের রাস্তা এটি।। কিন্ত এমকে সুপার, শ্যামল ছায়া ব্যতীত কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে তেমন কোন বাস সার্ভিস চালু নেই।। তাই যাত্রীদের উন্নতমানের সেবা ও ভাড়ার চাহিদা বিবেচনা করে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে বিআরটিসির এসি চালু করা হউক।
Leave a Reply