স্টাফ রিপোর্ট- ময়মনসিংহের নান্দাইল উপজেলা খাদ্য গোদামে কৃষকদের কাছ থেকে পুলিশ পাহাড়ায় ধান ক্রয় করা হচ্ছে। খাদ্য গুদাম কর্মচারীদের উপর বহিরাগতদের হামলা হয়েছে। খাদ্য গোদাম কর্মচারী সাইফুল ইসলাম এর উপর শনিবার দিবাগত রাত ৮ টার দিকে বহিরাগত কিছু লোক হামলা চালিয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গোদাম) মো. আলাল উদ্দীন জানান।
সরেজমিনে দেখা যায়, ধান ক্রয়কালে গুদামে মৌসুমী ব্যবসায়ীদের যাতায়াত বেশী দেখা গেছে। সরকারের ধান ক্রয়ে প্রকৃত কৃষকরা খুব একটা সুবিধা পাচ্ছে না। এছাড়া রোববার বেলা ১১ টায় নান্দাইলের সাংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন খাদ্য গোদাম পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রকৃত কৃষকদের কৃষি কার্ড ও জাতীয় পরিচয়পত্র দেখে ধান ক্রয় করার নির্দেশ প্রদান করেন।
Leave a Reply