সংগৃহীত ছবি
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও যত্রতত্র হাইওয়ে রোডের উপর প্রশাসনের অনুমতিবিহীন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌসুমি পশুর হাট বসার ফলে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। অপরদিকে উপজেলা প্রশাসন থেকে টেন্ডারের মাধ্যমে ডেকে নেয়া বৈধ বাজারের ইজারাদাররা বেকায়দায় পড়েছে। অবৈধ বাজার বসার কারনে বৈধ বাজারগুলোতে পশুর আমদানী কম থাকায় তাদের ডাকের টাকা উঠবে কিনা তা নিয়ে চিন্তিত ইজারাদাররা। অনেক বৈধ ইজারাদাররা জানান, তারা অবৈধ পশুর হাটগুলোর ব্যাপারে অনেকদিন পূবেই উপজেলা প্রশাসনকে অবগত করানো হলেও কোন ব্যবস্থা নেননি প্রশাসন। অপরদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডে মুশুলীর মেরেঙ্গা বাজারে, নান্দাইল পৌর সদরের নান্দাইল- দেওয়ানগঞ্জ বাইপাস রোডে, চামটা, কানারামপুর বাজারে, নান্দাইল তাড়াইল রোডে দরিল্লা, বড়াইল, আঞ্চলিক হাইওয়ে রোডে গরুর হাট বসার ফলে যানবাহন চলাচলে বিঘœসৃষ্টি হচ্ছে। রাস্তায় গরুর হাট বসার ফলে যানজট লেগেই থাকে। অনুসন্ধানে জানা যায়, এধরনের ৪৭ টি স্থানে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। এ ব্যাপারে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার জানান, পশুর হাট বাজারের অনুমতি দিয়ে থাকেন জেলা প্রশাসক। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের আইনগত কিছু করার নাই। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply