প্রতীকী ছবি
জিএসএন ডেক্স: লালমনিরহাটের ধরলা নদীর বন্যার পানিতে ডুবে ইশি মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজারের পাশে ধরলা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশু ইশি মনি ওই উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মজনু মিয়ার ছেলে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন জানান, ওই বন্যার পানি বাড়িতে ওঠায় শিশু ইশি মনিকে উঁচু স্থানে রেখে কাজ করছিল পরিবারের লোকজন। সবার অজান্তে সন্ধ্যায় বন্যার পানিতে পড়ে যায় শিশুটি । রাতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply