শাহজাহান ফকির: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শুক্রবার উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দালান নির্মাণ সমিতির মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আমাদের নান্দাইল’এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অত্র অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্ঠা জৈষ্ঠ্য সাংবাদিক মো. ফজলুল হক ভুইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমাদের নান্দাইল পোর্টালের নির্বাহী সম্পাদক এইচ এম সাইফুল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনলাইন জিএসএন নিউজ২৪ পোর্টালের সম্পাদক এনামুল হক বাবুল, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, প্রেসকাব নান্দাইলের সেক্রেটারী শামছ-ই-তাবরীজ রায়হান, লেখক ও কলামিস্ট মো. সাইদুর রহমান, নিরাপদ সড়ক চাই নান্দাইলের সেক্রেটারী মো. মাসুদ রানা, দৈনিক আমাদের অনলাইন পত্রিকার সম্পাদক মো. তারিক জামিল প্রমুখ। উল্লেখ্য উক্ত অনলাইন নিউজ পোর্টাল ২য় বর্ষে পদার্পণ করেছে। এখন থেকে এর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক এইচএম সাইফুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির, আবু হানিফ সরকার, রহুল আমিন সহ অত্র অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply