জিএসএন ডেক্স:
শেরপুর জেলা কারাগারে জেলহাজতে থাকা মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম হোসেন আলী (৩৫)।
শুক্রবার রাতে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
হোসেন আলী শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া সোনারপাড়া গ্রামের শমসের আলীর ছেলে।
শেরপুর জেলা কারাগারের ইসমাইল হোসেন জানান, গত ১৫ জুন মাদক মামলার আসামি হোসেন আলী আদালতের মাধ্যমে কারাগারে আসে।
শুক্রবার রাত ৮টার দিকে রক্তবমি করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
জেলা কারাগারের চিকিৎসক ডা. মো. মোবারক হোসেন জানান, মাদকাসক্ত ওই আসামি গ্যাস্টিক আলসারের রোগী। রক্তবমির পর রক্তশূন্য হয়ে পড়ার কারণে তার মৃত্যু হয়।
শনিবার ওই হাজতির মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
সূত্র: যুগান্তর
Leave a Reply