
চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউপি‘র চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়া নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭ টায় নৌকা মার্কার সমর্থনে জিন্নাগর ইউনিয়নের দুই নল ওয়ার্ডের দুলামিয়া হাওলাদার মিয়া বাড়ির উঠান বৈঠকে আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি নৌকার প্রার্থী মো হোসেন মিয়া, চরফ্যাশন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লা মিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান আল এমরান প্রিন্স, চরফ্যাশন উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান মিয়া।
বক্তব্য রাখেন জিন্নাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইন্জিনিয়ার আবদুল মান্নান, পৌর ৬ ওয়ার্ড এর কাউন্সিলর মনির কাজি, উপজেলা ক্রিয়ািষয়ক সম্পাদক কালাম আজাদ তালুকদার সঞ্চালনায় ছিলেন রাজিব। প্রধান অতিথির বক্তব্যে হোসেন মিয়া বলেন আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নৌকা জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নৌকায় আগামী ২৯ ডিসেম্বর জনগণের ভোটে জয় হবে জিন্নাগড় ইউনিয়ন উন্নয়ন করার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ।
Leave a Reply