1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন শুরু

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৭ Time View

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : পহেলা জানুয়ারী বই উৎসবকে সামনে রেখে কেন্দুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরন শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, প্রাক প্রাথমিকের জন্য নতুন বরাদ্দ এসেছে ৬ হাজার। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বই এসেছে ২ লাখ ৫৯ হাজার ৮শ।

বুধবার পৌরসভা সহ আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন শুরু হয়। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক জানান, কেন্দুয়া উপজেলায় ১শ ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০টি কিন্ডার গার্টেন ও ৩০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বই বিতরন করা হবে। বলাইশিমুল ইউনিয়নের কুমুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিতা ইয়াসমিন বলেন, নতুন বই পেয়ে আমরা যেমন খুশি, তেমনি বছরের প্রথম দিন বই উৎসবে নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরাও আমাদের মতো খুশি হবে। তিনি সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে বছরের প্রথম দিনই বই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিতে পারার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews