বুধবার পৌরসভা সহ আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন শুরু হয়। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক জানান, কেন্দুয়া উপজেলায় ১শ ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩০টি কিন্ডার গার্টেন ও ৩০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বই বিতরন করা হবে। বলাইশিমুল ইউনিয়নের কুমুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিতা ইয়াসমিন বলেন, নতুন বই পেয়ে আমরা যেমন খুশি, তেমনি বছরের প্রথম দিন বই উৎসবে নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরাও আমাদের মতো খুশি হবে। তিনি সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে বছরের প্রথম দিনই বই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিতে পারার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply