‘দৈনিক যুগান্তর’ পত্রিকা ২৪ বছরে পদার্পণ করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকীর এ মাহেন্দ্রক্ষণে আমি পত্রিকাটির উদ্যোক্তা, সাংবাদিক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বিবেচিত সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দৈনিক যুগান্তর’ পত্রিকা দুই যুগের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা পালন করে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। সত্য প্রকাশে সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ‘দৈনিক যুগান্তর’ আজ এক শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে।
আমি আশা করি, ‘দৈনিক যুগান্তর’ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে স্বকীয়তা বজায় রেখে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে আরও ব্রতী হবে।
‘দৈনিক যুগান্তর’ পত্রিকার আগামীর পথচলা আরও সুন্দর হোক। আমি পত্রিকাটির সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
Leave a Reply