সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল। ছবি: এএফপি
জিএসএন ডেক্স: বিশ্বকাপের পর নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের এই পথচলা শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে ভালো করাকে চ্যালেঞ্জিং বলছেন এই সফরে বাংলাদেশর দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
বাঁ-হাতি ওপেনার সোমবার সিরিজ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, এই সিরিজে ভালো খেলার চেয়েও বেশি কিছু করতে হবে বাংলাদেশকে।
দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা শুরু হবে ২৬ জুন। তার আগে মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটা খেলবে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়ক একসঙ্গে বসলেন। কথা বললেন পাশাপাশি বসেই।
তামিম বিশ্বকাপ প্রসঙ্গ টানলেন, ‘‘আমি মনে করি বিশ্বকাপে আমরা বেশ ভালো করেছি। আমরা আরো কিছু ম্যাচে হয়তো জিততে পারতাম। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকান, মনে হবে আমরা খুব বাজে টুর্নামেন্ট কাটিয়েছি। কারণ আমরা আট নম্বরে থেকে শেষ করেছি। আমরা ক্রিকেটাররাও অনুধাবন করেছি, আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারতাম।’’
তবে অতীত ভুলে এই শ্রীলঙ্কা সফর থেকেই নতুন শুরুর প্রত্যয় ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠে, ‘‘এখানে আমাদের শুধু ভালো ক্রিকেট খেলাটাই যথেষ্ট হবে না। ম্যাচ জিততে হলে এর চেয়েও ভালো কিছু করতে হবে। হ্যাঁ, আপনি যদি জয়-পরাজয়ের হিসেবে ধরেন, তাহলে আমাদের বিশ্বকাপ ব্যর্থ ছিল। তবে এই সিরিজ থেকে আমরা সামনে তাকাতে চাই।’’
সাকিব আল হাসান ছুটি নিয়েছেন বলে এই সিরিজে নেই। লিটন দাসও ছুটিতে। দেশ ছাড়ার একদিন আগে সিরিজ থেকে ছিটকে যান ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও অলরাউন্ডার সাইফউদ্দিন।
গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়দের না থাকার প্রসঙ্গ উঠতেই তামিম বললেন, ‘‘কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই সিরিজে খেলতে পারছে না। তবে স্কোয়াডে যারা আছে তারাও বেশ দক্ষ। শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন। তবে সাম্প্রতিক সময়ে আমরা এখানে ভালো করেছি। আশা করি আমরা মোমেন্টাম ধরে রেখে এগোতে পারব। এবং দেশের জন্য ভালো ক্রিকেট উপহার দিতে পারব।’’
সূত্র: দেশ রুপান্তর
Leave a Reply