স্পোর্টস ডেক্স: ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন তামিম ইকবাল। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেও কথা বলেনি তাঁর ব্যাট। তিন ম্যাচের সিরিজে বাঁহাতি ওপেনার করেছেন ২১ (০, ১৯,২) রান। তবে তাঁর ব্যাটিং ব্যর্থতার চেয়ে ভক্তদের বেশি অবাক করছে ক্রিকেট মানসিকতা ও আউটের ধরন! সব মিলিয়ে সময়টা খুবই খারাপ যাচ্ছে তাঁর।
তামিমের ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনায় মুখর ভক্ত সমাজ। এমন দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ালেন সতীর্থ সাকিব আল হাসান। দুঃসময় থেকে বের হতে তামিমকে সাময়িক বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব। সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে নিজ সতীর্থদের নিয়ে আক্ষেপের সূরও ভেসে ওঠে দেশ সেরা ক্রিকেটারের মুখে।
তামিমের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে। আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, কিছু সময় বিশ্রাম নেওয়া। আর নিজের দুর্বলতা নিয়ে কাজ করতে হবে । তাতে সে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে।’
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলকে একাই টেনেছেন সাকিব। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের অনুপস্থিতি টের পেয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরেছে তামিম ইকবালের দল।
এমন বাজে ফলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এ সিরিজে সাকিবের না থাকা নিয়ে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকেন তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এ জিনিসটা অনেক প্রভাব ফেলে।’
Leave a Reply