জিএসএন ডেক্স: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২২৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন মুশফিকুর রহিম।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিং করতে নেমে ওপেনার আভিশকা ফার্নান্ডোকে হারালেও কুশাল পেরেরা ব্যাটিং এ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ৩১৪ রানের বড় সংগ্রহ এনে দেন তিনি।
জবাব দিতে নেমে শুরুতেই মালিঙ্গার তোপের মুখে টপ অর্ডার ধসে পড়ে বাংলাদেশের। তামিম সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশকে যে বিপদে মালিঙ্গা ফেলে দেন, তা থেকে আর কেউ উদ্ধার করতে পারেননি। মাঝখানে মুশফিকুর রহিম এবং সাব্বির রহমানের শতকোর্ধ জুটি কিছুটা আশা জাগালেও সাব্বিরের বিদায়ে সেই আশাও ভেঙে যায়। ৬০ রানে সাব্বিরের বিদায়ের পর মুশফিক-মোসাদ্দেকও দ্রুতই ফিরে যান। মিরাজ, রুবেল, মোস্তাফিজরাও বেশিক্ষণ প্রতিরোধ করতে পারেননি। বাংলাদেশও পরাজিত হয় ৯১ রানের বড় ব্যবধানে।
নিজের শেষ ওয়ানডেতে বল হাতে ৯.৪ ওভারে মাত্র ৩৮ রানে ৩টি উইকেট তুলে নেন মালিঙ্গা। এছাড়া নুয়ান প্রদীপের ঝুলিতেও গেছে ৩ উইকেট। কুমারা ১টি এবং ২টি উইকেট শিকার করেন ডি সিলভ।
Leave a Reply