1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘মিডিয়া সেন্সরশিপ নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ মিথ্যা’ নান্দাইলের মুশুলী হাইস্কুল এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে প্রাক্তন ছাত্র ছাত্রীদের ২য় পুনমির্লনী কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে সকালে নিয়োগ দিয়ে বিকেলেই বাতিল ৭৯ শিক্ষক কর্মচারী বেতন ভাতা বন্ধ মানিকগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ডাকাতের হামলায় নিহত বিশিষ্ট ব্যবসায়ী মহসিন মিয়া ঘটনায় শায়েস্তাগঞ্জে ৫ ডাকাত আটক রুহুল আমিন বরখাস্ত, বেক্সিমকো গ্রুপে নতুন রিসিভার নিয়োগ রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা জেরিন গ্রেপ্তার বাহুবলে ছাগল সবজি খাওয়া নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল ছাত্তার নামে এক ব্যক্তি নিহত ! রোকেয়া বেগম আটক গলা কাটা অবস্থায় মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধার হরিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়

শিরোনাম

মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফের বার্ষিক ওরস সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ Time View

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঐতিহ্যবাহী মুড়ার বন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) দরবার শরীফের তিনদিন ব্যাপী ৭০৪ তম বার্ষিক পবিত্র ওরস শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ।

উপজেলার সদর ইউনিয়নে শ্রী কুটা এলাকার বাসিন্দা শিল্পপতি জাপানি এম এ মালেক জানান , গত ১৪ , ১৫ ও ১৬ জানুয়ারি তিনদিন ব্যাপী ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবার ও সারাদেশ থেকে লক্ষাধিক আশেকান ভক্তবৃন্দ সমাগম হয় । এ ওরস উপলক্ষে জেলা , উপজেলা ও পুলিশ প্রশাসন নির্দেশ ক্রমে দরবার শরীফের বার্ষিক ওরস কমিটির পরিচালনায় এলাকার কিছু সেচ্ছাসেবক কর্মী নিয়োগ করে গ্রাম পুলিশ , ডিবি পুলিশ , থানা পুলিশ কঠোর নিরাপত্তা মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে পবিত্র বার্ষিক ওরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাজার শরীফ এলাকা ঘিরে বিভিন্ন পণ্য দোকান পাঠ , হোটেল -রেস্তোরাঁ , ফলের দোকান , ফার্নিচার দোকান সহ অন্যান্য দোকান ছিল ।

 

অন্যন্য বছরের তুলনায় এবার কাফেলা ছিল খুবই কম। কাফেলা বসলেও অশ্লিল নাচ- গান ছিল না । গত ১৪ জানুয়ারি ভোর সকালে মুড়ার বন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি নেতৃত্বে দরবার শরীফের খাদেম সহ আশেকান ভক্তবৃন্দকে নিয়ে সিলেটে চিরনিদ্রায় শায়িত হযরত শাহ জালাল (রহঃ) ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী এর ভাগনা তরফ রাজ্যে মুড়ারবন্দ চিরনিদ্রায় শায়িত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর পূর্ব -পশ্চিম রওজা শরীফে গিলাফ চড়ানো মধ্য দিয়ে ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ।

 

এ উপলক্ষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নরপতি হাবেলীর হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর উত্তরসূরী বংশধর , চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এর সভাপতিত্বে একই বংশের লস্করপুর, সুলতানশী, নরপতি , দাউদনগর , রাম শ্রী , পইল , ফকিরাবাদ , রিচি, নিতাইরচক, সুরাবই , কোর্টআন্দর, শরীফখানী , মাঝি শাইল , চারা ভাঙা , মশাজান , বেলঘর , বানিয়াচং মীর মহল্লা , ঘরগাঁও, মুড়ারবন্দ, গোকর্ণ , খান্দুরা , ফান্দাউক, নাসিরপুর, মৌজ পুর , সরাইল, মাছি হাতা , চন্দ্রছড়ি , হিয়ালা, কালাঞ্জুরা , নুরপুর , বিরামচর, আউশ পাড়া সহ বিভিন্ন সৈয়দ হাবেলীর লোকজনকে নিয়ে হযরত সৈয়দ মোঃ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) পূর্ব – পশ্চিম রওজা শরীফে নিয়ে জিয়ারত করেন । সেখান থেকে সকলে দরবার শরীফের ঈদগাহ মাঠে এসে বসেন ।

 

এ-সময় মুড়ারবন্দ দরবার শরীফের বার্ষিক পবিত্র ওরস কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রাজিব আহমেদ লিমন এর পরিচালনায় ও শিল্পপতি জাপানি এম এ মালেকের সার্বিক সহযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় । মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে বক্তব্য রাখেন পবিত্র বার্ষিক ওরস কমিটির উপদেষ্টা সৈয়দ লিয়াকত হাসান । বক্তব্য পর্বে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক হোসেন সকল সৈয়দ বাড়িতে থেকে আগতদের পরিচয় করে দেন । আলোচনা শেষে প্রথমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন নরপতি হাবেলীর সাহেব পীরজাদা সৈয়দ সাকিরুল হাসান । রওজা গোসল শেষে ( শুক্রবার) রাত ১২ টা ১ মিনিটে শেষ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক ওরস সমাপ্ত হয় । উভয় দোয়া তাৎপর্য পূর্ণ এ আখেরী মোনাজাতের আত্ম শুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের দুনিয়ার সবই মুসিবত থেকে রক্ষা জন্য দরবার শরীফে দু’হাত তুলে আল্লাহর দরবারে কান্নায় বুক ভাসান তারা । মিলাদ মাহফিলে দূরে শরীফ পাঠ করেন দরবার শরীফের পেশ ইমাম নিয়ামত আলী এবং মোনাজাত করেন দরবার শরীফের মোতাওয়াল্লী।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews