মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক পদ্মারপাড় সংলগ্ন প্রাকৃতিকভাবে জেগে উঠেছে বৈচিত্র্যময় বালুর চর। উল্লেখ্য,এ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম স্থান হলো পদ্মা নদী ও বালুর চর।
নদী ভাঙ্গনের ফলে প্রতি বছর এই বালুর চর জেগে উঠে না।কয়েক বছর পরপর এই অস্থায়ী বালুর চর পড়ে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা । অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা আরো জানায়,জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত পর্যটকরা এখানে ঘুরতে আসে, মাঝে মধ্যে পিকনিকও করে অনেকে,এ বিষয়গুলো আমাদের খুবই উৎসাহিত করে ও আমরা অনেক আনন্দবোধ করি। সরে জমিনে গিয়ে অনেক দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পারা গেছে,প্রাকৃতিকভাবে গড়ে উঠা অস্থায়ী পদ্মার চর খুব সৌন্দর্য ও সময় কাটনোর একটি দর্শনীয়স্থান।অস্থায়ী এ চরের নিরাপত্তা ব্যবস্থা সহ পরিবেশকে আরো সুন্দর করার লক্ষ্যে কর্তৃপক্ষের একটু দৃষ্টিপাত করার জোরদার দাবি জানিয়েছে।
এ বিষয় নিয়ে জেলা পরিবেশ অধিদপ্তর এর কর্তৃপক্ষ জানান,পদ্মারপাড়ের অস্থায়ী বালুর চর জেগে উঠেছে এ বিষয়ে আমরা অবজ্ঞত আছি, পর্যবেক্ষণ ও যথাযথ কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ নিলে পর্যটন স্থান আরো সুন্দর ও মনোরম এবং দর্শনার্থীরাদের আনাগোনা আরো বাড়বে। উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার মুঠোফোনে জানান,আমার উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হলো পদ্মারপাড়।দর্শনীয়স্থানকে আরো সুন্দর ও মনোরম পরিবেশ তৈরিতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করবো।
Leave a Reply