1. admin@www.gsnnews24.com : admin : সাহিত্য বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘মিডিয়া সেন্সরশিপ নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ মিথ্যা’ নান্দাইলের মুশুলী হাইস্কুল এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে প্রাক্তন ছাত্র ছাত্রীদের ২য় পুনমির্লনী কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে সকালে নিয়োগ দিয়ে বিকেলেই বাতিল ৭৯ শিক্ষক কর্মচারী বেতন ভাতা বন্ধ মানিকগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ডাকাতের হামলায় নিহত বিশিষ্ট ব্যবসায়ী মহসিন মিয়া ঘটনায় শায়েস্তাগঞ্জে ৫ ডাকাত আটক রুহুল আমিন বরখাস্ত, বেক্সিমকো গ্রুপে নতুন রিসিভার নিয়োগ রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা জেরিন গ্রেপ্তার বাহুবলে ছাগল সবজি খাওয়া নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল ছাত্তার নামে এক ব্যক্তি নিহত ! রোকেয়া বেগম আটক গলা কাটা অবস্থায় মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধার হরিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়

শিরোনাম

ময়মনসিংহে আ. লীগ নেতা শামীমের দাবি তিনি ‘প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা’

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২১০ Time View
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম তার রাজনৈতিক পরিচিতি নিয়ে নতুন দাবি তুলেছেন। সম্প্রতি তিনি নিজেকে ‘প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা’ হিসেবে পরিচয় দিয়েছেন, যা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

গত ৯ জানুয়ারি, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি লিখিত আবেদন পাঠিয়ে এই দাবি করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘আমি একজন ব্যবসায়ী, তবে ২০১৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি। এর আগে জামালপুরে লেখাপড়া করার সময় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম।’

Kiswan

এছাড়া, শামীম তার অভিযোগে দাবি করেন যে, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে তাকে হেনস্তা করছেন। তিনি বলেন, ‘আমাকে শহীদ সাগর হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়ানো হয়েছে, যদিও মামলার বাদী জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন যে আমি ওই মামলার সন্দেহভাজন আসামি নই।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর সেই আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন আলোচনার ঝড় বইছে রাজনীতির মহলে।

তার বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, সে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর বিএনপি নেতারা বলেছেন, হত্যা মামলা থেকে বাঁচতে নাটক তৈরি করছেন এই আওয়ামী লীগ নেতা।

শামীমের ছাত্রদলের রাজনীতি সম্পর্কে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন বলেন, ‘আমিনুল হক শামীম জামালপুরের আশিক মাহমুদ কলেজে পড়াশোনা করেছেন, তবে তার ছাত্রদলে পদ-পদবির সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছেন এবং ডামি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।’

স্থানীয় একটি সূত্র জানায়, আমিনুল হক শামীম এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উল্লেখ করে বিগত কয়েক বছর আগে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তখন সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা করেছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য ওই মামলাটি আপস মীমাংসা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, এ ধরনের হাইব্রিড ও অনুপ্রবেশরাই আজ আওয়ামী লীগকে ধ্বংস করেছে। তারা আওয়ামী লীগের পদ পদবি নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে লাভবান হয়েছেন। তাদের মত অনুপ্রবেশধারীর কারণে ত্যাগী নেতারা আওয়ামী লীগে ভিড়তে পারেননি। আওয়ামী লীগ আমলে সব সুবিধাও নিয়েছেন, আর এখন বাঁচার জন্য নানা ইতিহাস টানছেন। এ সব নেতাদের দল থেকে দূরে থাকার আহ্বান জানান তারা।

কোতোয়ালি মডেল থানার (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘আমিনুল হকের বিরুদ্ধে সাগর হত্যাসহ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তিনি একাধিক মামলার সন্দেহভাজন আসামি। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।’

ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, ‘পুলিশ ও সিভিল প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওই আওয়ামী লীগ নেতা সরকারি বিভিন্ন দপ্তরে দরখাস্ত করছেন। অথচ তার বিরুদ্ধে একাধিক মামলাসহ নানা অপকর্মের জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

আমিনুল হক শামীম ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি। এছাড়াও তিনি এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি। এর পাশাপাশি তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। গত সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews