স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোনালী ব্যাংক লিঃ নান্দাইল শাখা থেকে রোববার সকালে এক মহিলা গ্রাহকের ১লাখ ২ হাজার টাকা ব্যানেটি ব্যাগ থেকে চুরি হয়ে যায়। জানাগেছে, উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের প্রবাসী তরিকুল হাসান সুমনের স্ত্রী মাহমুদা আক্তার সাথী। তার ২ শিশু সন্তানকে সাথে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যায়।
তিনি ব্যাংক থেকে ১ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে ব্যানেটি ব্যাগের এক অংশে এক লাখ ২ হাজার টাকা অপর অংশে ৫ হাজার টাকা রেখে ব্যাংক থেকে বের হবার সময় অজ্ঞাত চোরেরা তার ব্যাগের চেইন খুলে এক অংশে রাখা ১ লাখ ২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মহিলা ব্যাংক থেকে বের হয়ে ২য় তলা থেকে সিড়িতে নেমে তার চেইন খোলা দেখতে পায় এবং সেখানে রক্ষিত টাকার বান্ডেল না দেখে কান্নাকাটি শুরু করলে বিষয়টি অন্যান্য লোকজন জানতে পারে।
সোনালী ব্যাংক লিঃ নান্দাইল শাখার ম্যানেজার উজ্জ¦ল চন্দ্র দে মহিলা সাথী ব্যাংক থেকে ১ লাখ ৭ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সিসিটিভি পরীক্ষা করে উক্ত মহিলা টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছেন বিষয়টি দেখতে পান। তিনি মহিলার টাকা চুরি হওয়ার বিষয়টি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলে জানান।
Leave a Reply