স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে রোববার (১লা ডিসেম্বর) দায়িত্ব গ্রহন করেছেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাজেদা বেগম। দায়িত্ব গ্রহনকালে সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল সহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে জ্যোতিষ চন্দ্র সাহা রায় অবৈধভাবে কলেজের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন। অতি সম্প্রতি কলেজের নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহন করার পর গর্ভনিং বডির চেয়ারম্যান এডভোকেট আ.ক.ম আনোয়ারুল ইসলাম চাঁন সম্মতিক্রমে জ্যোতিষ চন্দ্র সাহা রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি প্রদান করে সিনিয়র শিক্ষিকা মোছাঃ মাজেদা বেগমকে দায়িত্ব প্রদান করেন। নবনির্বাচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজের মামলা মোকাদ্দমা শেষ করে দ্রুত অভিভাবক শ্রেনীর নির্বাচন সহ পূর্নাঙ্গ কমিটি গঠনের বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহনের জন্য ছাত্রী অভিভাবকরা জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply