উক্ত রাস্তায় কালীগঞ্জ বাজার পার হয়ে নদীর সাইড দিয়ে সিসি ব্লক দিয়ে প্যারাসাইডিং এর কাজ করা হয়। নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করায় এবং যথাযথ সিডিউল মোতাবেক কাজ না করায় গত কয়েক দিনের অল্প বৃষ্টিতে কালীগঞ্জ বাজারের সাথে প্যারাসাইডিং ভেঙ্গে নদীতে পড়ে গেছে। সরজমিনে গিয়ে দেখাযায়, নদীর পাড়ের প্যারাসাইডিং ভেঙ্গে নদীতে পড়ে গেছে। এছাড়া উক্ত রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারগন নিন্মমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ রযেছে। উক্ত রাস্তা নির্মাণে ৩ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
কিশোরগঞ্জ জেলার ভাটি বাংলা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান উক্ত রাস্তা নির্মাণ কাজ করছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোকসুদ ফকির জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে সিসি ব্লক ধ্বসে গেছে। পুনরায় কাজ করে দেওয়া হবে। নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মেদ ও উপ-সহকারী প্রকৌশল শফিকুল ইসলামকে বিষয়টি সেল ফোনে জানানো হলে তারা বলেন, রাস্তার বিল পরিশোধ করা হয়নি। ভেঙ্গে যাওয়া প্যারাসাইডিং ঠিকাদার কর্তৃক পুনরায় নির্মাণ করে দিতে হবে। এছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় জনগন জানান, উপজেলা প্রকৌশল বিভাগ থেকে নিয়মিত তদারকীর অভাবে ঠিকাদারগণ নিন্মমানের কাজ করার সুযোগ পাচ্ছে। রাস্তায় তদারকী বৃদ্ধি করার দাবী জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগন।
Leave a Reply