স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ ফরিদ আহমেদের নেতৃত্বে থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৬কেজি গাজা সহ আশরাফুল ইসলাম (৩৬), আলমগীর হোসেন (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে নান্দাইল মডেল থানার নিয়মিত মামলা নং – ১৫ (০২) ২০২৫ , ধারা – মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬ (১) সরনির ১৯(খ) দায়ের করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও গৌরিপুর সার্কেলের তত্বাবধানে থানার পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ১৬ কেজি গাজা সহ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply