স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভা নেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবীতে সারা দেশের ন্যায় নান্দাইলে বিএনপির দলীয় কার্যালয় গুলোর সামনে গত বুধবার ও বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে নান্দাইল পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কারা নির্যাতিত নেতা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান সহ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি অন্যতম সদস্য ও নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদর দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী সহ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন দলীয় নেতাকমীরা বিএনপির আঞ্চলিক কার্যালয় (মাজার বাসস্ট্যান্ড) এর সামনে দলীয় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী ও কিশোরগঞ্জ- ময়মনসিংহ মহা সড়কে বিক্ষোভ মিছিল করে।
Leave a Reply