ফরিদ মিয়া, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সোমবার (১৩ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তুফার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্পাদক ও সহকারী শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান। পুরস্কার বিতরনী সভায় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু সহ সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মোঃ গোলাম মোস্তুফা, একে এম মসিউর রহমান, উম্মে হাবিবা, মোঃ মফিজুর রহমান, আসাদ উদ্দিন, সৈয়দ তাজাম্মুল হোসেন, এমদাদুল হক, গৌতম চন্ত্র সাহা, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, গাউছুলুন্নাহার, সুলতানা রাজিয়া, সাদিয়া আফরিন প্রমুখ। ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ শহীদুল্লাহ। বিদ্যালয়ের স্কাউটদল ও বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। অতিথিদের মাঝে বিদ্যালয়ের ২০২৫ সেতৃবন্ধন উপহার হিসাবে বিতরণ করা হয়।
Leave a Reply