এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা দিলোয়ার হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) মোহাম্মদ আশরাফুল আলম খাদ্র বান্ধব কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী সহ মিল মালিকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি আমন মৌসুমে নান্দাইল উপজেলায় ১৩৬৬ মে. টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৩ টাকা এবং ১৫৬৭ মে.টন সিদ্ধ চাউল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৪৭টাকা হারে এবং আতব চাল সংগ্রহ করা হবে ৩৩১ মে.টন। সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৬টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। নান্দাইল উপজেলার ৭জন মিল মালিক খাদ্য বিভাগের সাথে চুক্তি সম্পন্ন করেছেন। বেশ কিছু মিল মালিক এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করে নাই।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুন কৃষ্ণ পাল জানান, যে সমস্ত মিল মালিক ধান/চাউল সরবরাহ করার জন্য চুক্তি করে নাই তাদের লাইন্সেস বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য খাদ্য বিভাগকে নিদের্শনা প্রদান করেন। তিনি বলেন, সুবিধা নেবার সময় থাকবেন আর সুবিধা না হলে থাকবেন না এটা চলতে দেয়া হবে না। পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আমন সংগ্রহ অভিযানের উদ্ভোধন ঘোষনা করেন।
Leave a Reply