জানা গেছে, রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা বাজারের হ্যাচারি মালিক কান্তু মিয়া তার হ্যাচারির নষ্ট ডিম ফেলার জন্য ৮/১০ বছর আগে এই ট্যাংকিটি নির্মাণ করেছিলো। কিন্তু এই ট্যাংকিটিকে কেন্দ্র করে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে রাস্তার দু পাশে কান্তু মিয়াসহ আস- পাশের হ্যাচারির মালিকরা লুকিয়ে ডিম ফেলে পূরো যুগের হাওড়কে ডাস্টবিনে পরিণত করেছে তারা। এতে এখানকার পরিবেশ প্রতিনিয়ত দুর্বিষহ হয়ে উঠছিলো। জায়গাটা ভিন্ন প্রজাতি গাছে ছায়াঘেরা মনোরম পরিবেশ হওয়ায় এই যুগের হাওড়ে বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন বিকালে এখানে অবসর সময় কাটানোর জন্য আসতেন।
কিন্তু যত্রতত্র পচাঁ ডিমের দুর্গন্ধে এখানে ঝোপঝাড়ে পরিণত হয়েছিল।এ বিষয়টি নিয়ে বারবার কান্তু মিয়াকে বলার পরেও কর্ণপাত করেননি। ইতিপূর্বে এ বিষয়ে আইন শৃঙ্খলা মিটিং সহ একাধিকবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে উলুহাটি পাওয়ার জেনারেশন নামে একদল স্বেচ্ছাসেবী যুবক উদ্যোগী হয়ে এই ট্যাংকি ভাঙা ও ঝোপঝাড় পরিস্কারের কাজটি করতে সক্ষম হয়।
Leave a Reply