জসিম উদ্দিন শাহ, সিনিযর স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে চলতি খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় প্রাথমিকভাবে মনোনিত ডিলার মোঃ ফখরুল ইসলাম (ক্রমিক নং- ৭) এর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারী মামলা চলমান থাকা এবং কালেঙ্গা বাজারে তার কোন ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) ও গুদামঘর না থাকার পরেও উপজেলা খাদ্য কর্মকর্তা প্রাথমিক তদন্তে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে বৈধ ঘোষনা করেন।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ আবুল কালাম গত ১৩ই মার্চ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য বান্ধব কর্মসূচী কমিটির সভাপতি বরাবর বিস্তারিত অভিযোগ উল্লেখ করে লিখিত আবেদন করার পরেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয় নাই। উক্ত বাজারের ডিলারশীপের জন্য কালেঙ্গা গ্রামের মৃত কাছুম আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন সহ ৬/৭জন আবেদন করার পরেও ফৌজদারী মামলার আসামী এবং ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) ও গুদামঘর না থাকার পরেও এককভাবে মোঃ ফখরুল ইসলামকে ডিলারশীপ দেওয়ায় সরকারের আসল উদ্দেশ্যে বাস্তবায়ন হবে না। উক্ত ডিলার ফখরুল ইসলাম কালেঙ্গা বাজারে ডিলারের আবেদনের সময় যে ঘর ও জায়গা দেখিয়েন তা সরকারী ১নং খতিয়ানে খাসভূক্ত। যা নিয়ে বিজ্ঞ আদালতে ঈশ্বরগঞ্জ নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং- ১৩৭/২০২১ অন্য প্রকার। স্থানীয় এলাকাবাসী জরুরীভাবে প্রাথমিকভাবে মনোনিত (ক্রমিক নং- ৭) মোঃ ফখরুল ইসলামের ডিলারশীপ বাতিল করার জোরদাবী জানিয়েছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের কপি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ও জেলা প্রশাসক ময়মনসিংহ সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিকট অভিযোগের কপি দাখিল করা হয়েছে।
Leave a Reply