রোববার (২৭ সেপ্টেম্বর) গাংগাইল বাজারে গাংগাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা এহতেশামউল হক শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংগাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ ভূইঁয়া, বিশেষ অতিথির গাংগাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা মোবারক হোসেন উজ্জল, আবু হুরাইরা, উপজেলা ছাত্রদল নেতা শাহজাহান ভূইঁয়া মানিক, গাংগাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, পৌর যুবদল নেতা শফিকুর রহমান, গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা নূরে আলম, যুবদল নেতা ফখরুল ইসলাম, রায়হান, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মাহাতাব উদ্দিন, লুৎফুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সহ প্রমুখ।
বক্তারা বলেন, খুনি হাসিনা জনগণ ও শিশুদেরকে হত্যার মাধ্যমে জনগণকে তোয়াক্কা না করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। শুধু তাই নয় স্বৈরাচার হাসিনা সরকারের সকল সাবেক মন্ত্রী ও এমপিরাও পালিয়ে গেছে। ১৫ বছর লুটপাট করছে, গুম করছে, অত্যাচার করছে, মামলা দিয়ে হয়রানি করেছে। বক্তারা আরও বলেন, নান্দাইলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি করে না। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ভূমি দখল, টেন্ডারবাজির মত কোন কর্মকান্ড জড়িত হলে তাকে আইনের আওতায় এনে পুলিশের হাতে ধরিয়ে দিবেন। কারণ এসব সমাজ বিরোধিরা বিএনপির লোক হতে পারে না। এসময় ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের হাতে হাত রেখে কাজ করার আহবান জানান।
Leave a Reply