এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহবায়ক মোফাজ্জল হোসেন শাহাদাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার মুখপাত্র ফয়সাল ফারনিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নান্দাইলের সমন্বয়ক আশিক আলী মন্ডল, জাতীয় নাগরিক কমিটির নান্দাইল উপজেলা শাখার প্রতিনিধি ইমন তমাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শেখ সাদী, নান্দাইল উপজেলা যুব আন্দোলনের সহ-সভাপতি দ্বীন ইসলাম, ইসলামী ছাত্র শিবিবের মিনহাজুল আবেদিন সহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে যারা জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আন্দোলনে আহতে এবং শহিদ পরিবারের সদস্যগন, ছাত্র শিবির, ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, শিক্ষক, সাংবাদিক, সুশীল, ব্যবসায়ীবৃন্দ।
Leave a Reply